Implementation Progress Details

Specificaton

Project ID : 64
Project Title : চালিতাবুনিয়ার ও লতার চরের চারিদিকে বেড়ী বাঁধ ও অবকাঠামো নির্মানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা প্রকল্প
Project Category :

Fund & Cost

Total Estimated Cost : 1557
Total Fund Released : 1520
Percentage of Fund Released : 0.98 %

Progress

Date of Financial Progress : 30/11/2014
Date of Physical Progress : 30/11/2014
Cumulative Financial Progress : 1520
Percentage of Financial Progress Against Total Fund Released : 1.00
Percentage of Financial Progress Against Total Estimated Cost : 0.98
Percentage of Physical Progress : 1.00

Comments

Comments of Last Fields : জুন ২০১৫ পর্য্ন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব এসেছে। এটি ২য সংশোধনের প্রস্তাব।যেহেতু ২য় সংশোধন তাই পুনরায় পরিদর্শনের পর মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নথি অনুমোদিত হয় (নোটানুচ্ছেদ ১০০)। ইতোমধ্যে মনিটরিং করা হয়েছে। যেহেতু প্রকল্পটির ২য় সংশোধন এবং জুন ২০১৪ তে প্রকল্পটির মেয়াদকাল তিন বছর অতিক্রান্ত হয়েছে সেহেতু বিদ্যমান নীতিমালা অনুযায়ী আলোচ্য প্রকল্পের ২য় বার মেয়াদ বৃদ্ধির (প্রস্তাবিত জুন ২০১৫ পর্যন্ত) বিষয় অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত সংশোধিত প্রকল্প প্রস্তাব কারিগরী কমিটির (৩৮ তম) মাধ্যমে ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থাপন করতে হবে। এমতাবস্থায়, আলোচ্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধি অর্থাৎ ২য় সংশোধন অনুমোদনের বিষয়টি পরবর্তী কারিগরী কমিটির (৩৮ তম) মাধ্যমে ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থাপন করা হবে কি না সদয় নির্দেশ চেয়ে নথি উপস্থাপন করা হয়েছে (১৭/০৫/১৫)।