Monitoring Info Details

Specificaton

Project ID : 109
Project Title : জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব হতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন চরকুকরী-মুকরী দ্বীপ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা প্রকল্প

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 2
Number of Field Visit By Local Admin : 1
Number of Field Visit By Ministry : 0

Field Visit Dates

1st Field Visit Date : 08/02/2014
2nd Field Visit Date : 06/12/2014
3rd Field Visit Date :
4th Field Visit Date :
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : গত 0৬/১২/২০১৪ তারিখে অত্র ট্রাস্টের সহকারী পরিচালক (নেগোসিয়েশন) প্রকল্পটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে সিসিটিএফ’র ১৩টি প্যাকেজের মধ্যে ৫টি প্যাকেজের (প্যাকেজ নং-৭,৮,৯,১০,১১) কাজ পরিদর্শন করা হয়। প্রকল্প পরিচালক কর্তৃক দাখিলকৃত ৩১/১০/২০১৪ তারিখ পর্যন্ত ১৩টি প্যাকেজের গড় অগ্রগতি প্রায় ৯২% তন্মধ্যে পরিদর্শনকৃত ৫টি প্যাকেজের অগ্রগতি যথাক্রমে ৯৪%, ৯৩%, ৯৪%, ৯২% এবং ৯২%। সরেজমিনে পরিদর্শনকালে উক্ত অগ্রগতি প্রতিবেদন মোটামুটি সঠিক মর্মে প্রতীয়মান হয়েছে । প্রকল্পের তথ্য সম্বলিত কোনো সাইনবোর্ড প্রকল্প এলাকায় দেখা যায়নি। সার্বিক বিশ্লেষণে বলা যায়, প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক কারণ ৭৫% অর্থছাড়ের বিপরীতে বাস্তব অগ্রগতি প্রায় ৯২%।