Monitoring Info Details

Specificaton

Project ID : 156
Project Title : কুমিল্লা জেলার নাংগলকোট উপজেলার পুরাতন ডাকাতিয়া নদী পুন:খননের মাধ্যমে পরিবেশ ভারসাম্য রক্ষাকরণ প্রকল্প

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 4
Number of Field Visit By Local Admin :
Number of Field Visit By Ministry : 1

Field Visit Dates

1st Field Visit Date : 24/05/2014
2nd Field Visit Date : 05/09/2014
3rd Field Visit Date : 05/12/2014
4th Field Visit Date : 09/01/2016
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : প্রকল্পটি জনাব মির্জা তারিখ হিকমত, উপ-সচিব (উন্নয়ন-১ অধিশাখা), পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত ২৬/১২/২০১৫ ইং তারিখ পরিদর্শন করতঃ প্রতিবেদন দাখিল করা হয়। উক্ত প্রতিবেদনে পরিদর্শনকারী কর্মকর্তাগণ নিম্নোক্ত মন্তব্যসমূহ প্রদান করেনঃ (১) সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, এলাকার জনগণ বর্তমানে উক্ত নদীর পানি দ্বারা সেচকার্য্য চালাচ্ছেন। ইতোপূর্বে নদীতে পানি না থাকায় ডিপ টিউবওয়েল ব্যবহার করে সেচ কাজ চালতে হতো। নদী পুনঃখনন করার ফলে নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শুষ্ক মৌসুমে কৃষককুল বর্তমানে এল এল পি এর সাহায্যে সারফেস ওয়াটার দ্বারা সেচ কার্য্য চালিয়ে যাচ্ছেন। এর ফলে বোরো/ইরি/রবি ফসল উৎপাদন প্রকল্প এলাকায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সেচের খরচ কম হচ্ছে বলে কৃষকগণ জানান। ভূ-গর্ভস্থ পানি ব্যবহার না করার ফলে Sub-Surface water table এর উচ্চতা কমার প্রবণতা কমে যাবে। সারফেস ওয়াটার ব্যবহারের ফলে প্রকল্প এলাকায় আর্সেনিক দূষণ হ্রাস পাবে ধারণা করা হয়। নদীটি পুনঃখননের ফলে পানির মজুদ বৃদ্ধি পাওয়ায় মৎস উৎপাদন ক্রমশঃ বৃদ্ধি পেয়েছে। এলাকার কৃষককুল বোরো/রবি ফসলের অতিরিক্ত ফসল ঘরে তুলতে সমর্থ হয়েছে। (২) COM/W-02 এর অগ্রগতি ৭৭.৯৬% এবং COM/W-03 অগ্রগতি ৮৭.৮৫%। এটি খাল খনন প্রকল্প এবং কাজ শতভাগ না হলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়ার সম্ভাবনা কমে যায়। মহাপরিচালক, বাপাউবো কর্তৃক এ বিষয়ে প্রকল্প পরিচালকের ব্যাখ্যা তলব করতে পারেন। (৩) যেহেতু প্রকল্পের মেয়াদ ৩১শে ডিসেম্বর, ২০১৫ তে শেষ হয়েছে এবং এখনো সমুদয় অর্থ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে পরিশোধ করা হয়নি, সেহেতু প্রকল্প মেয়াদ বৃদ্ধি করে ঠিকাদারদেরকে টাস্ক ফোর্সের প্রদত্ত ভৌত অগ্রগতি অনুযায়ী/সুপারিশ অনুযায়ী সমুদয় পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রকল্পটি জনাব রাশেদ মাহমুদ, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, জনাব মোঃ ইসকান্দর হোসেন, সহকারী পরিচালক (অভিযোজন) এবং জনাব মোঃ মোস্তফা কামাল, সহকারী পরিচালক (মূল্যায়ন-১), বিসিসিটি কর্তৃক গত ০৯/০১/২০১৬ তারিখে পরিদর্শন করে নিন্মোক্ত সুপারিশ করেনঃ (ক) খাল পুনঃখনন কাজ অনেক পূর্বে সমাপ্ত হয়েছে বিধায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ট্রাস্কফোর্সের প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে। (খ) প্রকল্পটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এরূপ স্থায়ী সাইনবোর্ড স্থাপন করে স্থিরচিত্র প্রেরণ করার জন্য প্রকল্প পরিচালককে অনুরোধ করা যেতে পারে। এর আগে প্রকল্পটি জনাব আবি আবদুল্লাহ, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ও জনাব মোস্তফা রায়হান, সহকারী পরিচালক (পরিবীক্ষণ-২) গত ৫/১২/২০১৪ তারিখে পরিদর্শন করে নিন্মোক্ত সুপারিশ করেন- প্রকল্প পরিচালক কর্তৃক সর্বশেষ প্রেরিত নভেম্বর/২০১৪ মাসের প্রতিবেদন অনুযায়ী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দের এবং স্থানীয় জনগনের বক্তব্য অনুযায়ী প্রকল্পের ১নং প্যাকেজ ও ৩নং প্যাকেজের কাজের বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক। কিন্তু স্থানীয় জনগনের বক্তব্য অনুযায়ী ২নং প্যাকেজের কাজের বাস্তব অগ্রগতি সন্তোষজনক নয় মর্মে প্রতিয়মান হয়। এর পূর্বে প্রকল্পটি গত ০৫/০৯/২০১৪ তারিখ জনাব আহম্মদ শাহ, সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং জনাব মোঃ ইউসুফ মেহেদী, সহকারী পরিচালক(মূল্যায়ন-১), পরিদর্শন করে প্রকল্পটির ৩টি প্যাকেজের মধ্যে ২টি প্যাকেজের কাজ সম্পন্ন করা হয়েছে এবং ১টি প্যাকেজের কাজ Carried Overe করা হয়েছে মর্মে উল্লেখ করেন। এছাড়া জনাব মোঃ ইউসুফ মেহেদী, সহকারী পরিচালক(মূল্যায়ন-১) ও জনাব মোঃ মোস্তফা রায়হান রায়হান, সহকারী পরিচালক (পরিবীক্ষণ-২), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক প্রকল্পটি গত ২৪/০৫/২০১৪ খ্রিঃ তারিখ পরিদর্শন করেন।