Monitoring Info Details

Specificaton

Project ID : 160
Project Title : ব্রাহ্মণবাড়িয়ার জেলার টর্নেডো ২০১৩ এ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্যোগ সহনীয় গৃহ নির্মান প্রকল্প

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 2
Number of Field Visit By Local Admin :
Number of Field Visit By Ministry :

Field Visit Dates

1st Field Visit Date : 08/08/2014
2nd Field Visit Date : 19/12/2014
3rd Field Visit Date :
4th Field Visit Date :
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : প্রকল্পটি জনাব আবি আবদুল্লা, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ও জনাব মোস্তফা কামাল, সহকারী পরিচালক (প্রশমন) গত ১৯/১২/২০১৪ তারিখে পরিদর্শন করে নিন্মোক্ত পর্যবেক্ষণ তুলে ধরেনঃ প্রকল্পের ০৫টি প্যাকেজের মধ্যে ১নং প্যাকেজে ৭টি, ২ নং প্যাকেজে ৫টি, ৩নং প্যাকেজে ২০টি, ৪নং প্যাকেজে ৭টি, এবং ৫নং প্যাকেজে ৭টি, গৃহ অর্থাৎ প্রকল্পে আওতায় ১০০টি গৃহের মধ্যে ৪৬টি গৃহের কাজ সরজমিনে পরিদর্শন করা হয়। প্রকল্পের আওতায় বেশ কিছু গৃহের কাজ সর্ম্পন্ন করা হয়েছে। কিছু ঘরের রং এর কাজ চলমান। প্রকল্পের আওতায় ২টি ঘরের কাজ অর্ধেক এর বেশী সর্ম্পন্ন হয়েছে এবং বাকি কাজ চলমান রয়েছে। এ বিষয়ে PIO মো: মিজানুর রহমান জানিয়েছেন যে, বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে সর্ম্পন্ন করা হবে। এর পূর্বে প্রকল্পটি গত ৮/০৮/২০১৪ তারিখ জনাব মোঃ ইউসুফ মেহেদী, সহকারী পরিচালক (মূল্যায়ন-১) ও জনাবমো: খায়ের-উজ-জামান, সহকারী পরিচালক (মূল্যায়ন-২), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক পরিদর্শন করা হয় এবং পরির্দশনকারী কর্মকর্তাগন নিম্মোক্ত পর্যবেক্ষণ তুলে ধরেন: প্রকল্পের আওতায় ৩৭টি ঘরেরদরজা/জানালা সংযোজনসহ প্লাস্টার সম্পন্ন হয়েছে (রং করা বাদে), ৩২টি ঘরের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে, ছাদ ঢালাই প্রস্ত্ততি চলছে মোট ০৭টি ঘরের, ২০টি ঘরের কলাম ঢালাই চলছে এবং এখনও ০৪টি ঘরের নির্মাণ কাজ আরম্ভ হয়নি।