Monitoring Info Details

Specificaton

Project ID : 161
Project Title : জলবায়ু পরিবর্তনজনিত কারণে খরা পীড়িত এলাকায় খাল পুনঃখনন ও বৃক্ষ রোপনের মাধ্যমে জনসাধারনের আর্থ-সামাজিক উন্নয়নসহ পরিবেশের ভারসাম্য আনয়ন প্রকল্প

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 1
Number of Field Visit By Local Admin :
Number of Field Visit By Ministry :

Field Visit Dates

1st Field Visit Date : 06/06/2014
2nd Field Visit Date :
3rd Field Visit Date :
4th Field Visit Date :
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : পরিদর্শন প্রতিবেদন নিম্নরুপ: ক) প্রকল্প প্রস্তাবে ৬.৫কি:মি: খাল খননের উল্লেখ রয়েছে। তন্মধ্যে সম্পূর্ন ৬.৫কি:মি: খনন কাজ সমাপ্ত হয়েছে। খ) প্রকল্পটির আওতায় খননকৃত খালের প্রশস্থতা বিভিন্ন স্থানে ১১বার পরিমাপাত্নে গড় প্রশস্থতা পাওয়া যায় ৩২ মি: যা অনুমোদিত প্রকল্প প্রসত্মাবে উল্লিখিত প্রশস্থতা ৩০ মি: এর সাথে সাদৃশ্যপুর্ন এবং ২১বার গভীরতা পরিমাপামান্তে গড় গভীরতা পাওয়া যায় ৩.৭৪ মি: যা অনুমোদিত প্রকল্প প্রস্তাবে উল্লিখিত প্রশস্থতা ৩ মি: হতে অধিক। গ) প্রকল্পের সম্পুর্ণ খনন কাজের ৯৫ ভাগ সমাপ্ত হয়েছে। প্রকল্পের বাস্তব অগ্রগতি ভাল। ঘ) প্রকল্প এলাকায় ৪/৫টি প্রকল্প সংশিস্নষ্ট সাইনবোর্ড পরিলক্ষিত হয়েছে। 14. Recommendations: ক) অনুমোদিত প্রকল্প প্রস্তাবে প্রস্তাবিত পাড়ের চারদিকে দ্রুত বনায়ন করার জন্য প্রকল্প পরিচালককে অনুরোধ করা যেতে পারে। খ) নির্দিষ্ট মেয়াদের মধ্যে প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করার জন্য প্রকল্প পরিচালককে বলা যেতে পারে।