Monitoring Info Details

Specificaton

Project ID : 197
Project Title : বাংলাদেশের নির্বাচিত উপকূলবর্তী বিপদাপন্ন এলাকায় জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়)

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 6
Number of Field Visit By Local Admin : 1
Number of Field Visit By Ministry :

Field Visit Dates

1st Field Visit Date : 08/08/2014
2nd Field Visit Date : 25/10/2014
3rd Field Visit Date : 19/11/2014
4th Field Visit Date : 18/11/2014
5th Field Visit Date : 28/11/2015
6th Field Visit Date : 22/01/2016

Comments

Comments : প্রকল্পটি গত ২/০২/২০১৬ তারিখ জনাব সুজিত কান্তি মজুমদার, উপজেলা প্রকৌশলী, বোয়ালখালী, চট্টগ্রাম ও দেওয়ান মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশন (ভূমি), বোয়ালখালী, চট্টগ্রাম পরিদর্শন করেন এবং পরিদর্শন প্রতিবেদনে নিম্নোক্ত সুপারিশ তুলে ধরেনঃ(১) Condtruction of 25.05m Long RCC Girder Bridge on Sreepur-Joisthapura road at Ch.1+000km (Over Barambba Khal)-ব্রীজটির বর্তমান অবস্থা সন্তোষজনক। উভয় দিকের Approach এবং Slope ভাল অবস্থায় আছে। নিয়মিত যানবাহন চলাচল করছে। তবে ব্রীজটির উত্তর ও দক্ষিণ দিকে খালের কিছু ভাংগন পরিলক্ষিত হচ্ছে। যা Protection এর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর আগে প্রকল্পটি গত ২২/০১/২০১৬ তারিখ জনাব মোঃ জানে-আলম, সহকারী পরিচালক (প্রটোকল ও পাবলিক রিলেশন) ও জনাব মোঃ খায়ের-উজ-জামান, সহকারী পরিচালক (পরবীক্ষণ-১), বিসিসিটি, পরিদর্শন করেন এবং পরিদর্শন প্রতিবেদনে নিম্নোক্ত সুপারিশ তুলে ধরেনঃ (ক) যেহেতু এলজিইডি ডিজাইন সার্কেলের সুপারিশ অনুযায়ী কাজটি টেকসই হওয়র জন্য ভৌত কাজের আংশিক বাড়ানো হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে এবং প্রকল্পের মেয়াদ এবং আন্তঃখাত সমন্বয়সহ সংশোধিত একটি প্রস্তাব বিসিসিটিতে প্রেরণের জন্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে সেহেতু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং আন্তঃখাত সমন্বয়সহ সংশোধিত প্রস্তাব ট্রাস্টি বোর্ডের অনুমোদনের নিমিত্ত দ্রুত বিসিসিটিতে প্রেরণের জন্য প্রকল্প পরিচালককে পত্র দেয়া যেতে পারে। এর আগে প্রকল্পটি গত ২৮/১১/২০১৫ তারিখ জনাব মোঃ আখতারুজ্জামান, নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা ও জনাব মোঃ মোস্তফা রায়হান, সহকারী পরিচালক (পরবীক্ষণ-২), বিসিসিটি, পরিদর্শন করেন এবং পরিদর্শন প্রতিবেদনে নিম্নোক্ত সুপারিশ তুলে ধরেনঃ(ক) প্রকল্পের অনুমোদিত পিপি/প্রাক্কলন/ডিজাইন অনুযায়ী নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পের সকল কাজ যথাযথভাবে সম্পন্ন নিশ্চিতকরণের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা যেতে পারে। (খ) প্রকল্পভূক্ত নোয়াখালী ও ভোলা জেলার বাকী প্যাকেজের এলাকয় ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এমন তথ্য সম্বলিত প্রয়োজনীয় সংখ্যক সাইনবোর্ড স্থাপনপূর্বক তার ছবিসহ ট্রাস্টে প্রেরণ করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা দেয়া যেতে পারে। এর আগে প্রকল্পটি গত ১৮/১১/২০১৪ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) ও জনাব মোঃ ইউসুফ মেহেদী, সহকারী পরিচালক (মূল্যায়ন-১), বিসিসিটি, পরিদর্শন করেন এবং পরিদর্শন প্রতিবেদনে নিম্নোক্ত পর্যবেক্ষণ তুলে ধরেনঃ (ক) প্রকল্পের অনুমোদিত পিপি/প্রাক্কলন/ডিজাইন অনুযায়ী নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পের সকল কাজ যথাযথভাবে সম্পন্ন নিশ্চিতকরনের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা যেতে পারে। (খ) প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা তথা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং/পরিদর্শনের জন্য অনুরোধ করা যেতে পারে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় তথা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগকেও প্রকল্পের কার্যক্রম মনিটরিং/পরিদর্শন এর জন্য অনুরোধ জানানো যেতে পারে। (গ) প্রকল্পভূক্ত সকল প্যাকেজ এলাকায় ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এমন তথ্য সম্বলিত প্রয়োজনীয় সংখ্যক সাইনবোর্ড স্থাপনপূর্বক তার ছবিসহ ট্রাস্টে প্রেরণ করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা দেয়া যেতে পারে।