Monitoring Info Details

Specificaton

Project ID : 253
Project Title : Strategic Environment Assessment of Climate Change Adaptation options in Bangladesh (SEACCAOB)

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 1
Number of Field Visit By Local Admin :
Number of Field Visit By Ministry :

Field Visit Dates

1st Field Visit Date : 03/06/2016
2nd Field Visit Date :
3rd Field Visit Date :
4th Field Visit Date :
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : প্রকল্পটির কক্সবাজার জেলার কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এবং উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ), বিসিসিটি গত ৩/০৬/২০১৬ ইং তারিখ পরিদর্শন করেন এবং উক্ত প্রতিবেদনে নিম্নোক্ত সুপারিশসমূহ করেনঃ (১) এ প্রকল্পের কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সহায়তায় অংশীজনের সম্পৃক্তকরণের বিষয়টি সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে। (২) মত বিনিময় সভায় প্রদত্ত বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের মতামত যাতে প্রতিবেদনে প্রতিফলিত হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য প্রকল্প পরিচালককে অনুরোধ করা যেতে পারে। (৩) এ প্রকল্পের আওতাভূক্ত সাতক্ষীরা জেলার আশাশুনি, সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও নওগা জেলার পোরশাতেও মত বিনিময় সভার সময়সূচী নির্ধারণ করে নির্ধারিত সময়ের আগেই বিসিসিটিকে অবহিত করার জন্য প্রকল্প পরিচালককে অনুরোধ করা হয়েছে। (৪) প্রকল্প দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে পরবর্তী মত বিনিময় সভাতেও বিসিসিটি থেকে এক বা একাধিক কর্মকর্তা প্রতিনিধি হিসাবে প্রেরণ করা যায়। (৫) এ প্রকল্পের তথ্য সংগ্রহকারী, মত বিনিময় সভায় অংশগ্রহণকারীদের তালিকা এবং পিআইসি সংক্রান্ত তথ্য ইত্যাদি বিসিসিটিতে প্রেরণ করার জন্য প্রকল্প পরিচালককে অনুরোদ করা যেতে পারে। (৬) প্রকল্পের লক্ষ্যমাত্রা অনুসারে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকল্প পরিচালককে অনুরোধ করা যেতে পারে।