Monitoring Info Details

Specificaton

Project ID : 501
Project Title : Infrastructural development of Rajbari pourashava to tackle climate change impacts

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 2
Number of Field Visit By Local Admin :
Number of Field Visit By Ministry :

Field Visit Dates

1st Field Visit Date : 04/11/2018
2nd Field Visit Date : 17/05/2019
3rd Field Visit Date :
4th Field Visit Date :
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : (১) প্রকল্পের আওতায় প্রাপ্ত তথ্যমতে এ প্রকল্পের ৪২১ মিটার ড্রেনের মধ্যে ২১০ মিটার এবং ৭৬ টি সোলার লাইটের মধ্যে ৭৬ টি সম্পন্ন হয়েছে। অধিকতর ভৌত অগ্রগতি নিশ্চিত করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা দেয়া যেতে পারে। একইসাথে ড্রেন নির্মাণ কাজের প্যাকেজ W2 এর কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা যেতে পারে। (২) প্রকল্পের মূল উদ্দেশ্য প্রবল বর্ষণের ফলে জলাবদ্ধতা নিরসনের নিমিত্ত ৪২১ মিটার ড্রেনের পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে নিয়মিত ড্রেন পরিস্কার রাখার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা যেতে পারে। (৩) প্রকল্পের অনুমোদিত পিপি/প্রাক্কলন/ডিজাইন অনুযায়ী নির্মাণ সমগ্রীর গুণগত মান বজায় রেখে নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পের সকল কাজ যথাযথভাবে সম্পন্ন নিশ্চিতকরনের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা যেতে পারে। (৪) প্রকল্পের আওতায় সকল প্যাকেজসমূহে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কাজ হচ্ছে মর্মে নির্ধারিত ফরমেটে স্থায়ী নামফলক ড্রেনের এবং স্থাপিত সকল সোলার লাইট এর পোলের গায়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কাজ হচ্ছে মর্মে এরূপ স্থায়ী সাইন বোর্ড/ওয়াটারপ্রুফ স্টিকার স্থাপন করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা যেতে পারে।