Monitoring Info Details

Specificaton

Project ID : 781
Project Title : দাউদকান্দি পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 1
Number of Field Visit By Local Admin :
Number of Field Visit By Ministry :

Field Visit Dates

1st Field Visit Date : 10/06/2023
2nd Field Visit Date :
3rd Field Visit Date :
4th Field Visit Date :
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : (ক) সরেজমিনে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও বাস্তব অবস্থাদৃষ্টে প্রকল্পের ভৌত অগ্রগতি ৪০%। (খ) প্রকল্পের কার্যক্রের ভিডিও চিত্র ধারণ করে এবং স্থিরচিত্র বিসিসিটি’তে প্রেরণের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। (গ) সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্হাপনে সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট হতে ওয়ারেন্টি/গ্যারান্টি নেয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। (ঘ) প্রকল্পের অনুকূলে হিসাব রক্ষণের ক্ষেত্রে ক্যাশ বই, চেক রেজিস্টার, বিল রেজিস্টার ও স্টক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। (ঙ) প্রকল্পের অনুকূলে অর্থ ব্যয় ও সার্বিক ভৌত কাজের অগ্রগতির মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন নিয়মিতভাবে ট্রাস্টে প্রেরণের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। (চ) প্রকল্প এলাকায় যে কোন দৃশ্যমান স্হানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অনুমোদিত নমুনা অনুযায়ী একটি স্হায়ী সাইনবোর্ড ও সড়কবাতির খুঁটির গায়ে অর্থায়নে: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও ট্রাস্টের লোগো সম্বলিত স্টীকার স্হাপনের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। (ছ) অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। (জ) সড়কবাতি স্থাপনের কাজ শতভাগ সমাপ্তির পর নিয়মিত মেইন্টেন্যান্স অতিজরুরী বিধায় দাউদকান্দি পৌরসভা তার নিজস্ব ফান্ড হতে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করতে পারে, নয়তো প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যহত হবে মর্মে প্রতীয়মান হয়। (ঝ) প্রকল্প সমাপ্তি প্রতিবেদন (PCR) ও অব্যয়িত অর্থ (যদি থাকে) প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে প্রেরণের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে।