Monitoring Info Details

Specificaton

Project ID : 786
Project Title : গ্রীণ হাউজ গ্যাস নি:সরন কমানোর লক্ষ্যে শ্রীপুর পৌর এলাকায় সৌর সড়ক বাতি স্থাপন ও পরিবেশ উন্নয়ন

Number of Field Visits

Number of Field Visit By BCCT : 1
Number of Field Visit By Local Admin :
Number of Field Visit By Ministry :

Field Visit Dates

1st Field Visit Date : 21/07/2023
2nd Field Visit Date :
3rd Field Visit Date :
4th Field Visit Date :
5th Field Visit Date :
6th Field Visit Date :

Comments

Comments : ক) প্রকল্পের অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাজ সমাপ্ত করে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে PCR প্রেরণের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। খ) প্রকল্পের কার্যক্রমের ভিডিও চিত্র ধারণ করে ও স্থির চিত্র বিসিসিটিতে প্রেরণের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। গ) প্রকল্পের অনুকূলে স্থাপিত প্রতিটি সড়কবাতির চারিদিক থেকে আগাছা পরিস্কার করার জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। ঘ) প্রকল্প সমাপ্তির পর প্রকল্পের চুক্তিমূল্য হতে মোট প্রাক্কলিত ব্যয় কর্তন ও সুদ সমেত যাবতীয় সাশ্রয়কৃত অর্থ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে জমা প্রদানের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে। (ঙ) সড়কবাতি স্থাপনের কাজ সমাপ্তির পর নিয়মিত মেইন্টেন্যান্স করা অতি-জরুরী বিধায় শ্রীপুর পৌরসভা তাঁর নিজস্ব ফান্ড হতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প পরিচালক-কে বলা যেতে পারে; অন্যথায় প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যহত হবে মর্মে প্রতীয়মান হয়।