Project Information Details

Specificaton

Project ID : 206
Project Title : বরিশাল জেলার বানারিপাড়া উপজেলা শহর সংলগ্ন সন্ধ্যা নদীর পূর্ব ও পশ্চিম তীর ভাঙ্গন রোধ প্রকল্প
Project Status : Cancelled
Project Update : প্রকল্পটির মেয়াদ 30-Jun-14 তে সমাপ্ত হওয়ার কথা। অনুমোদন আদেশ জারী হয়নি। ট্রাস্টি বোর্ডের ৩১তম সভায় প্রকল্পটি নীতিগতভাবে অনুমোদন হয়। পরবর্তীতে ৩২তম সভার সিদ্ধান্ত মোতাবেক প্রকল্পটি কারিগরি সাব-কমিটি কর্তৃক সরজমিনে পরিদর্শন প্রতিবেদনসহ বিষয়টি গত ২৪/০৮/২০১৪ তারিখে অনুষ্ঠিত কারিগরি কমিটির সভার সুপারিশের মাধ্যমে ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৩৩তম সভায় উপস্থাপন করা হলে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহিত হয়: “Morphological এবং Modelling Study সহ প্রকল্পটি পুনরায় দাখিল করা হলে তা কারিগরি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনুশাষন দেওয়া হলো।” উক্ত সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখের পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পরবর্তীতে সংশোধিত প্রস্তাব পাওয়া যায় নি। এমতাবস্থায়, প্রকল্পের বিষয়ে ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও মাননীয় মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী বর্ণিত প্রকল্পের বাতিল আদেশ জারী করা হয়েছে (০১/০৬/১৫)। বিষয়টি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নথিটি সচিব মহোদয়, বিসিসিটি’র নিকট প্রেরণ করা হয় (০৮/০৬/১৫) । বর্তমানে নথিটি পরিকল্পনা শাখায় রক্ষিত আছে (১০/০৬/১৫)।
Number of Beneficiaries :

Dates

Approval Year : 2013-14
Project Begin Date : 01/04/2013
Date of GEO Issue :
Date Trustee : 03/11/2013
Project Closing Date (Original) : 30/06/2014
Project Closing Date (Extended) :

Estimated Cost

Approved Estimated Cost (TB) : 500
Approved Estimated Cost (GO) :

Meetings

Trust Meeting No : 31
PSC Meeting No :
PIC Meeting No :